বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪

কিভাবে বুঝবেন আপনার ফোনটি নিবন্ধিত কি !

Vedio Tutorial

দেশে অপরাধ নিয়ন্ত্রণে নিবন্ধনবিহীন মোবাইল ফোনগুলো বন্ধ করে দেয়া হবে। মোবাইল ফোনের ডেটাবেজ এবং অটোমেটিক রেজিস্ট্রেশনের ব্যবস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) রয়েছে।

মোবাইল হ্যান্ডসেটের আইএমইআই নম্বর জানা না থাকলে ডায়াল অপশনে গিয়ে *#০৬# চাপলে আই


এমইআই নম্বর পাওয়া যাবে।
এছাড়া মোবাইলের বক্সে কিংবা মোবাইলের পেছনে একটি স্টিকারেও এটি লেখা থাকে।
ব্যবহারিত মোবাইলে যেকোনো সিম চালু করে ফোনের মেসেজ অপশনে গিয়ে KYD<স্পেস>মোবাইল ফোন সেটের ১৫ ডিজিটের IMEI নম্বরটি লিখতে হবে। এরপর সেটা ১৬০০২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি মেসেজে মোবাইল হ্যান্ডসেটের বৈধতা সম্পর্কে জানিয়ে দেয়া হবে।


বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪

যে সকল উপজেলায় সাড়ে ২৪ লক্ষ স্মার্টকার্ড বিতরণ করা হবে আগামী ২৩ জানুয়ারি

ছবি: সংগৃহিত 

যেসব উপজেলায় দেওয়া হবে সাড়ে ২৪ লাখ স্মার্টকার্ড  


 Update ইসি সূত্রে জানা গেছে, এ সংক্রান্ত নির্দেশনা এরই মধ্যে মাঠ-পর্যায়ে পাঠানো হয়েছে। এতে বরিশালের বাকেরগঞ্জ, কুমিল্লার সেনানিবাস, দিনাজপুরের বিরামপুর ও সিরাজগঞ্জের উল্লাপাড়ায়; ২৬ থেকে ২৮ জানুয়ারি চট্টগ্রামের লোহাগড়া, কিশোরগঞ্জের কটিয়াদী, নাটোরের লালপুর, ময়মনসিংহের ফুলবাড়িয়া ও বাগেরহাটের চিতলমারীতে;

আরও দেখুন 👇


 ২৯ থেকে ৩১ জানুয়ারি ফরিদপুরের আলফাডাঙ্গা, পাবনার ভাঙ্গুড়া, সিলেটের বিয়ানীবাজার ও শরিয়তপুরের ডামুড্যায় এবং ৪ থেকে ৬ ফেব্রুয়ারি খুলনার ফুলতলা ও কুষ্টিয়ার ভেড়ামারায় স্মার্টকার্ড বিতরণ করার জন্য সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তাদের বলা হয়েছে। এ ১৫ উপজেলায় ২৪ লাখ ৫৬ হাজার ৪০০ জনকে প্রদান করা হবে স্মার্টকার্ড।  



 এসব উপজেলা বা থানায় আগামী ২৩ জানুয়ারি থেকে বিতরণ কার্যক্রম শুরু করার জন্য নির্দেশ দিয়েছে ইসি।

মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪

৩০ জানুয়ারি ১০০ গ্রাহককে টাকা ফেরত দেবে ইভ্যালি

 ৩০ জানুয়ারি ১০০ গ্রাহককে টাকা ফেরত দেবে ইভ্যালি

Mohammed Rassel- CEO - E Valy

আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি আগামী ৩০ জানুয়ারি ১০০ গ্রাহককে টাকা ফেরত দেবে বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান।



মঙ্গলবার (১৬ জানুয়ারি) বেলা ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে 'ই-কমার্স ও ই-সেবা খাতে ভোক্তার অধিকার, আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় অংশ নিয়ে এমন আশার খবর দেন ভোক্তার মহাপরিচালক।



আরও দেখুন 
http://gg.gg/18kcnc

সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪

দক্ষিণ কোরিয়ার 'ডিজিটাল নোম্যাড ভিসা', পেতে পারেন বাংলাদেশিরাও

 দক্ষিণ কোরিয়া সম্প্রতি একটি নতুন ভিসা চালু করেছে যার নাম 'ডিজিটাল নোম্যাড ভিসা'। মূলত বিদেশীদেরকে দক্ষিণ কোরিয়া এসে রিমোট বা দূর থেকে কাজ করতে উৎসাহী করতে এই ভিসার প্রচলন করা হয়েছে।




'ওয়ার্কেশন' ভিসা নামেও পরিচিত এই ভিসাটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে। কোনো ব্যক্তি এই ভিসা পেলে তার স্বামী-স্ত্রী বা সন্তানদের সঙ্গে নিয়ে দক্ষিণ কোরিয়া যেতে পারবেন।


রিমোট কর্মজীবীরা এই ভিসার মাধ্যমে ২ বছর পর্যন্ত সময় দক্ষিণ কোরিয়ায় কাটাতে পারবেন এবং এই সময়সীমা আরো ১ বছর বাড়ানোর সুযোগও রয়েছে।



এই 'যাযাবর' ভিসা পেতে একজন কর্মজীবীকে কিছু শর্ত পূরণ করতে হবে। প্রথমত, বয়স ন্যূনতম ১৮ হতে হবে এবং সেইসঙ্গে সংশ্লিষ্ট কর্মক্ষেত্রে অন্তত এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে, দক্ষিণ কোরিয়ার কোনো প্রতিষ্ঠানে চাকুরি করছেন—এমন কেউ এই ভিসা পাবেন না। শুধু ভিন্ন কোনো দেশে অবস্থিত প্রতিষ্ঠানের কর্মীরাই এই ভিসা পাবেন; যাতে তারা দক্ষিণ কোরিয়ায় বসে 'রিমোট' ভাবে ঐসব প্রতিষ্ঠানের কাজ করতে পারেন।



এ ক্ষেত্রে অর্থনৈতিক যোগ্যতাও একটি গুরুত্বপূর্ণ মানদণ্ড হিসেবে বিবেচিত। আবেদনকারীকে ২০২৩ সালে ৮৫ মিলিয়ন ওন বা ৬৬ হাজার মার্কিন ডলার উপার্জন করতে হবে, যা বাংলাদেশি টাকায় মাসে গড়ে ৬ লাখ টাকার কাছাকাছি (বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ বিনিময় মূল্য ১ ডলার = ১১০ টাকা হিসাবে)।

অর্থের এই অঙ্ক দক্ষিণ কোরিয়ার মাথাপিছু গড় জাতীয় আয়ের দ্বিগুণ। আবেদনকারীকে তার দেশে অবস্থিত কোরীয় দূতাবাসের মাধ্যমে আবেদনপত্র জমা দিতে হবে। যারা ইতোমধ্যে অন্য কোনো ভিসায় কোরিয়ায় অবস্থান করছেন, তারা চাইলে ভিসা বদলে ডিজিটাল নোম্যাড ভিসা নিতে পারবেন।


অপর শর্ত হিসেবে কোরিয়ায় থাকাকালে প্রত্যেক আবেদনকারীকে ১০ কোটি ওন সমমূল্যের ব্যক্তিগত মেডিক্যাল বিমা করানো থাকতে হবে।

আবেদনের অংশ হিসেবে বেশ কিছু কাগজপত্র জমা দিতে হবে। এর মধ্যে রয়েছে ভিসা আবেদনপত্র ফর্ম, পাসপোর্ট, পাসপোর্ট কবি, পাসপোর্ট সাইজ ছবি, কর্মসংস্থানের প্রমাণপত্র, পে স্লিপ ও ব্যাংক স্টেটমেন্ট। এ ছাড়াও আর্থিক সক্ষমতা প্রমাণের জন্য আরও ভিন্ন কিছু নথিও জমা দেওয়ার বিধান রয়েছে। সফলভাবে আবেদন করার জন্য আবেদনকারীদের তাদের নিজ নিজ দেশের কোরীয় দূতাবাসের কাছ থেকে প্রয়োজনীয় নথির তালিকা সংগ্রহ করার সুপারিশ করেছে দক্ষিণ কোরিয়া সরকার।

atOptions = { 'key' : 'b8d2a811707235d21ecccb5ab00ca527', 'format' : 'iframe', 'height' : 50, 'width' : 320, 'params' : {} }; document.write('');

সজল ও তিশার ভিডিও ভাইরাল

সজল ও তিশার ভিডিও ভাইরাল

নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে অভিনেত্রী তানজিন তিশা ও অভিনেতা আব্দুন নূর সজলের একসঙ্গে আমেরিকায় অবকাশ যাপনের একটি ভিডিও। নয় মিনিট ২৭ সেকেন্ডের ওই ভিডিওটি বেশ ভালোই মনে ধরেছে নেটিজেনদের।


আমেরিকায় নানান খুনসুটির ওই ভিডিওটি সজল নিজেই তার ফেসবুকে শেয়ার করেন। সজলের ফেসবুক পোস্ট দেখে ঠিক একদিন পর নিজের ফেসবুক পেজেও ওই ভিডিওটি শেয়ার করেন তিশা।

27 সেকেন্ড এর ভিডিও : https://rb.gy/abwu77

 
এরপরই এ ভিডিও শেয়ার শুরু করেন নেটিজেনরা। সজল-তিশার এমন ভিডিওতে নেটিজেনরা মিলিয়েছেন দুইয়ে দুইয়ে চার।
 
অনেক নেটিজেনই তাদের ফেসবুক পোস্টের কমেন্ট বক্সে বলেছেন ‘পারফেক্ট জুটি’। আগামী দিনের শুভ কামনাও জানিয়েছেন অনেকে।


এদিকে সজল-তিশার ভিডিও দেখে অভিনেতা মুশফিক আর ফারহানের নাম নিতেও ভুল করছেন না। একজন লিখেছেন, নতুন কিছু শুনবো আশা করি।

কিভাবে বুঝবেন আপনার ফোনটি নিবন্ধিত কি !

Vedio Tutorial দেশে অপরাধ নিয়ন্ত্রণে নিবন্ধনবিহীন মোবাইল ফোনগুলো বন্ধ করে দেয়া হবে। মোবাইল ফোনের ডেটাবেজ এবং অটোমেটিক রেজিস্ট্রেশনের ব্যবস্...