সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪

সজল ও তিশার ভিডিও ভাইরাল

সজল ও তিশার ভিডিও ভাইরাল

নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে অভিনেত্রী তানজিন তিশা ও অভিনেতা আব্দুন নূর সজলের একসঙ্গে আমেরিকায় অবকাশ যাপনের একটি ভিডিও। নয় মিনিট ২৭ সেকেন্ডের ওই ভিডিওটি বেশ ভালোই মনে ধরেছে নেটিজেনদের।


আমেরিকায় নানান খুনসুটির ওই ভিডিওটি সজল নিজেই তার ফেসবুকে শেয়ার করেন। সজলের ফেসবুক পোস্ট দেখে ঠিক একদিন পর নিজের ফেসবুক পেজেও ওই ভিডিওটি শেয়ার করেন তিশা।

27 সেকেন্ড এর ভিডিও : https://rb.gy/abwu77

 
এরপরই এ ভিডিও শেয়ার শুরু করেন নেটিজেনরা। সজল-তিশার এমন ভিডিওতে নেটিজেনরা মিলিয়েছেন দুইয়ে দুইয়ে চার।
 
অনেক নেটিজেনই তাদের ফেসবুক পোস্টের কমেন্ট বক্সে বলেছেন ‘পারফেক্ট জুটি’। আগামী দিনের শুভ কামনাও জানিয়েছেন অনেকে।


এদিকে সজল-তিশার ভিডিও দেখে অভিনেতা মুশফিক আর ফারহানের নাম নিতেও ভুল করছেন না। একজন লিখেছেন, নতুন কিছু শুনবো আশা করি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কিভাবে বুঝবেন আপনার ফোনটি নিবন্ধিত কি !

Vedio Tutorial দেশে অপরাধ নিয়ন্ত্রণে নিবন্ধনবিহীন মোবাইল ফোনগুলো বন্ধ করে দেয়া হবে। মোবাইল ফোনের ডেটাবেজ এবং অটোমেটিক রেজিস্ট্রেশনের ব্যবস্...